লাশের … পরে …লাশ…
কিশোর-যুবক-বয় বৃদ্ধের লাশ।
লাল টুকটুকে খুনে মাখা..
লাশ আর লাশ ।
হে খোদা বল ,
এত লাশ রাখবো কোথায় ?
রাজপথে লাশ, ধান ক্ষেতে লাশ
লাশ আজ মসজিদে।
এ যেন লাশের মিছিল,
তুই’ই বল মা,
এই মিছিল থামবে কোথায় ?
কারো মুখে এখনো কচি হাসি
কারো হাতে এখনো রাঙ্গা মেহেদী
আবার কারো মুখ সফেদ শুস্নু ধারী
কোন তফাৎ নাই, সবাই লাশ।
বাবা তুমি’তো বল ,
এই শোক কি ভোলা যায় ?
সদ্য কৈশর পেরুনো যুবকের লাশ
শত শত সম্ভাবনার লাশ
লাশ ঐ নিরহ চাষার ।
লাল টুকটুকে খুনে মাখা..
লাশ আর লাশ ,
স্বদেশ ভূমি তুই’ই বল
এত সব প্রশ্নের জবাব কোথায়?
কারো ভাইয়ের লাশ,কারো বাবার লাশ
কোন লাশ নব-বিবাহীতার স্বামীর।
লাল টুকটুকে খুনে মাখা..
লাশ আর লাশ ।
হে খোদা বল ,
এত লাশ রাখবো কোথায় ?
_______________________
[চট্টগ্রাম-০২.০৩.২০১৩/ আটাশ ফেব্রুয়ারী ”১৩ মুহতারাম সাইদী হুজুরের ফাঁসির আদেশের প্রতিবাদকারীদের ওপর গণহত্যা চালানোর পরে লেখা]
ধন্যবাদ। সুন্দর হয়েছে।
ধন্যবাদ। আপনাকেও । আবু সুলাইমান ভাই ।
লাশ কোথায় রাখবো – এই প্রশ্নটা আজ আমাদের সবার বিবেকের হওয়া উচিত? কাজ এবং কর্ম অথবা পদ্ধতির কোন ভূল কি আমাদেরকে তাড়িত করছে। সেই বিবেচনা ও আমাদেরকে করতে হবে। আপনাকে মোবারকবাদ।