আইএমবিডি ব্লগটির যাত্রা শুরু ২০১১ সালের মার্চ মাসে। রাজনৈতিক ইসলাম বা ইসলামিক থিওক্রেসিকে বেইস ধরে যারা বাংলাদেশে রাজনীতি করে তাদের চিন্তা, আদর্শ, পলিসি ও কর্মসুচীর ক্রিটিকাল পর্যালোচনার জন্য শুরু হয়েছিল এই ব্লগটি।পাশাপাশি রাষ্ট্র ও সরকারের পলিসির বস্তুনিষ্ঠ সমালোচনা, পর্যালোচনার মাধ্যমে মানবাধিকারকে সমুন্নত রাখতে প্রত্যাশীদের জন্যও এই ব্লগ।দুনিয়াব্যাপী স্বীকৃত মুল্যবোধের আলোকে বাংলাদেশকে গড়ার স্বপ্ন যারা দেখেন তাদের জন্যও এই প্ল্যাটফর্ম উন্মুক্ত।
আমাদের কাছে লেখা পাঠাতে পারেন; article@imbdblog.com
ব্লগে রেজিষ্ট্রেশন করেও সরাসরি লেখা প্রকাশ করতে পারেন।
আলহামদুল্লিল্লাহ। ভাল লেগেছে। তবে নিরপেক্ষ দৃষ্টিকোন থাকা দরকার। সমালোচনাও ভালো। তবে তা হতে হবে বস্তুনিষ্ঠ।
———————————————–