গুলেন মুভমেন্ট সম্পর্কে পর্যালোচনার আগে প্রথমত তুরস্কে সমসাময়িক অন্যান্য ইসলামিক দলগুলোর প্রেক্ষিতে বাস্তব কার্যকলাপ, অন্যান্য দেশ, দল ও সংগঠনের সাথে তাদের সাংগঠনিক সম্পর্ক লব্ধ অবস্থান নির্ণয় দরকার।
২০০১ সালে তুরস্কের জনপ্রিয় নাজিমুদ্দিন আরবাকানের ইসলামী মতাদর্শের দল শেষবারের মতো নিষিদ্ধ হলে ফজিলত পার্টি (After Refah party) ভেঙ্গে দুইটি দল তৈরি হয়। এ.কে. পার্টি ও সাদাত পার্টি। এদের মধ্যে সাদাত পার্টি সুদৃঢ়ভাবে নাজিমুদ্দিন আরবাকানের Brotherhood পন্থী আদর্শে উজ্জীবিত, pan-Islamism ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ও তুরস্কের ইমানদার মুসলমানদের মৌলিক কণ্ঠস্বর।১ এদের ব্যাপকতা ও জনপ্রিয়তার ঐতিহ্য থাকলেও Zionism বিরোধী ও পাশ্চাত্যবাদী মূল্যবোধ বিরোধী হওয়ায় আন্তর্জাতিক কুট চালের দরুন সরকার গঠনে তাদের বর্তমান দৃশ্যমান সাফল্য কম।
দ্বিতীয় দলটি এ.কে. পার্টি। এরা মুলত ইসলামপন্থী কিন্তু তুরস্কের ঐতিহাসিকভাবে বৈরী সেকুলারপন্থি রাজনীতি ও সংবিধানের সাথে খাপ খাওয়াতে তারা উদার পন্থী (moderate) ইসলামী নীতির তথা কিছুটা সেকুলার নীতিমালার অনুগামী। তারা সেকুলারপন্থী, কঞ্জারভেটিভ, ন্যাশনালিস্ট, আমেরিকান পন্থী, পাশ্চাত্য পন্থীদের জনসমর্থনে পাশ্চাত্যঘেঁষা থাকছে, এবং কাগজে কলমে ইসলামিসম থেকে ইস্তফা দিতে হয়েছে। সময়ে সময়ে তাদের সাদাত পার্টি ও গুলেনের হিযমেত মুভমেন্টেরও সমর্থন ছিল।
এবার আসা যাক গুলেন (হিজমেত) মুভমেন্টে। এটা কোন একটিভ পলিটিকাল পার্টি নয় বরং একটি আন্দোলন। ফেতুল্লাহ গুলেন প্রথম পর্যায়ে বদিউজ্জামান সাইদ নুরসির আন্দোলনে যুক্ত থাকলেও তা থেকে ইস্তফা দেন।২ গুলেন নুরসিকে নির্ভর করে প্রাথমিক প্রতিষ্ঠা লাভ করেন। নুরসির ব্র্যান্ড ভ্যালু এই আন্দোলনকে তরান্বিত করলেও নুরসির আদর্শ ও আন্দোলনের সাথে গুলেনের আদর্শ ও আন্দোলনের বিস্তর ও অনেকক্ষেত্রে বিপরিতমুখী সম্পর্ক রয়েছে। গুলেন নুরসিকে উস্তাদ হিসেবেও গ্রহন করেননি, গুলেন মুভমেন্ট নুরসি মুভমেন্ট থেকে evolve -ও করে নি বরঞ্চ গুলেন স্বয়ং নুরসির অনুসারীও নন।৩ সাইদ নুরসি কখনও ইসলামিক ভাবাদর্শকে রক্ষা করতে ভীত হতেন না। অপরদিকে ফেতুল্লাহ গুলেন কার্যত আমেরিকা ও ইসরাইলের সাথে মাত্রাতিরিক্ত নতজানু নীতি গ্রহন করেছেন ও নির্যাতিত মুসলমানদের স্বার্থের বিপক্ষে বরাবরই বিধর্মীদের পক্ষে গেছেন। যদিও নুরসির আন্দোলন মৌলিকভাবেই সেকুলারিসম বিরোধী ছিল, কিন্তু ফেতুল্লাহ গুলেনের মুভমেন্ট আতাতুর্কের কেমালিস্ট মিলিটারি উজ্জীবিত ও এ.কে. পার্টি থেকেও অধিক উদারপন্থি, সেকুলারপন্থি ও পাশ্চাত্যঘেঁষা। এই কারনেই সম্প্রতি এ.কে. পার্টির সমর্থন হারায় দলটি।
এবার আসি কিছু ডাটা ভিত্তিক পর্যালোচনায়।
গুলেন এম্পায়ারঃ
পৃথিবীব্যাপী ১৬০টি দেশে গুলেন মুভমেন্টের ১৩০০ শিক্ষাপ্রতিষ্ঠানে ২ মিলিয়নএর অধিক (২০ লক্ষাধিক) ছাত্রছাত্রী অধ্যায়নরত। ৪ শুধু ইউএসএতেই ৩৬টি স্টেটে মাল্টি মিলিয়ন ডলার ফ্যাসিলিটি সম্পন্ন ১৩০ টি স্কুল-কলেজ। তাদের ৫০০ এর অধিক ব্যাবসা প্রতিষ্ঠান, রেডিও চ্যানেল, ১০ এর অধিক চ্যানেল ১০ এর অধিক নিউস পেপার আছে। তাদের আল জামান নামক পত্রিকাটি তুরস্কের সর্বোচ্চ বিক্রি হওয়া পেপার (১০ লক্ষধিক প্রতিদিন)। তাদের ২০ টির ও অধিক ম্যাগাজিন রয়েছে। এদের একটি ম্যাগাজিন আছে যেটা প্রতি মাসে বিক্রি হয় ৮,০০,০০০ কপি। অনেক মসজিদ আছে, এবং তার লেখা বই অনেক ভাষায় অনুদিত। ৫ তুরস্কে ফাতুল্লা গুলেনের কয়েক বিলিওন ডলারের গুলেন রাজত্বে মেজর একটি ব্যাংক, তুরস্কের সবচেয়ে বড় ট্রেড এ্যাসোসিয়েশন রয়েছে। রয়েছে রিয়েল ষ্টেট বিজনেস। তাদের এই বিশাল অর্থের যোগানদাতা কে সেটা বরাবরই ধোঁয়াশা রয়ে গেছে। যদিও পৃথিবী ব্যাপী ইসলাম পন্থীদের কার্যকলাপে বিধর্মীরা কেবল বাঁধাই দান করেছে, কিন্তু গুলেন মুভমেন্টে বাঁধা নয় বরং সহযোগিতা এসেছে। অ্যামেরিকান সরকার গুলেন মুভমেন্টের জন্য অ্যামেরিকায় জমি বরাদ্দ, ৬ CIA সংশ্লিষ্ট বেক্তি বর্গের মাধ্যমে অর্থ বরাদ্দও করেছে। ৭ গুলেন তুরস্কে বসবাস করেন না। তিনি ১৯৯৯ সাল থেকে ইহুদী অধ্যুষিত অঞ্চল পোকোনো পেনসিলভেনিয়াতে থাকেন।
গুলেন মুভমেন্টের উল্লেখযোগ্য কিছু দৃষ্টিভঙ্গিঃ
১. Moderate Islamism:
“উদারপন্থা” গুলেন মুভমেন্টের প্রধান আকর্ষণ। অবিবাহিত ফাতেহ গুলেনকে তার শিক্ষার্থীরা সূফীবাদের নেতা হিসেবে দেখেন। গুলেনকে জনসম্মুখে দেখা গেছে খুব কম। ক্যাথোলিক চার্চের সাথে যুক্ত হিযমেত মুভমেন্ট USA এর Zionist লবির সাহায্যে ঐ দেশে স্কুলগুলো স্থাপন করেছে। গুলেনবাদীদের কাছে দ্বীন শিক্ষা থেকে ফিজিক্স কেমেস্ট্রি ও ম্যাথম্যাটিকস শিক্ষার গুরুত্ব বেশী; মসজিদ মাদ্রাসা থেকে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব ঢের বেশী। ৮
২. নারীবাদী দৃষ্টিভঙ্গিঃ
গুলেন মুভমেন্টের আরেকটি প্রধান হাতিয়ার হচ্ছে নারীবাদী দৃষ্টিভঙ্গি। তাদের সংগঠন ও প্রতিষ্ঠানগুলোর সবগুলোতেই নারীরা পুরুষদের সমানভাবে ও স্বয়ংক্রিয়ভাবে জড়িত। গুলেন মুভমেন্টের অন্যতম উল্লেখ্যযোগ্য দৃষ্টিভঙ্গি হচ্ছে শিক্ষার জন্য মেয়েদের হিজাব বিসর্জন দেওয়াটাই দরকার, ৯ এবং হিজাব ঈমানের জন্য গুরুত্বপুন নয়। ১০ তাছাড়া সমাজের প্রধানমন্ত্রী, জাজ থেকে শুরু করে যেকোন ভূমিকাতেই নারীদের দেখতে চান ফেতুল্লাহ গুলেন। এবং ইসলামে সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে নারীদের আল্লাহ্ ও রসুল প্রদত্ত বিধানেও কিছুটা শিথিলতার চোখে দেখেছেন। ১১
তার নিজ দেশ তুরস্কে নারী ও পুরুষের একত্রে অনুষ্ঠান কেন্দ্রিক বিতর্কেও জর্জরিত আছেন। ১১
৩. অরাজনৈতিক ইসলামঃ
এক্ষেত্রে যথেষ্ট বিতর্কের অবকাশ আছে। তার লেখা গুলোতেও কার্যকলাপে বিপরিতমুখী প্রমাণ পাওয়া যায়। স্বার্থ সংশ্লিষ্টভাবে এই নীতির হেরফের দেখা যায়। নাজিমুদ্দিন আরবাকানের ফজিলত পার্টি বন্ধের ক্ষেত্রে এবং তাকে পদত্যাগে বাধ্য করতে তিনি আর্মিকে সহযোগিতা করেছেন। ১২ অপরদিকে গুলেন ও তার মিডিয়া কখনও আর্মির সমালোচনা করার সাহস করে নি।
১৯৯০ সালে তুরস্কের সরকারী গোয়েন্দা কর্মকর্তা উসমান নুরি গান্ডে অভিযোগ করেন গুলেন মুভমেন্ট কেবল কিরগিজস্তান ও উজবেকিস্থানেই ১৩০ জন CIA এজেন্ট কে আশ্রয় দিয়েছে। ১৩ পরবর্তীতে রাশিয়া তাদের দেশ থেকে গুলেনের সকল স্কুল নিষিদ্ধ করে দেয়। এছাড়াও অ্যামেরিকার সাবেক প্রেসিডেন্ট ক্লিনটনের স্ত্রী হিলারিকে কেম্পাইনে গুলেন বরাবরই অর্থ ডোনেশন করে এসেছে। ১৪
৪. সাইদ বদিউজ্জামান নুরসি ও গুলেনঃ
গুলেন নুরসি মুভমেন্টের অনুগামী নন, তাদের অংশও নন, তাদের আদর্শের ও অনুগামী নন। বরং গুলেন একটি স্বতন্ত্র আন্দোলন যাদের মুল ভাবধারা শান্তি ও শিক্ষা। ১৫ কিন্তু গুলেন মুভমেন্ট নুরসির জনপ্রিয়তা ও অবদানকে বিশেষভাবে ব্যাবহার করেছে এবং করে আসছে। যদিও সাইদ নুরসির অনেক ভাবাদর্শ ও বুদ্ধিবৃত্তিক মডেল তার মুভমেন্টে ব্যাবহার হয়, কিন্তু গুলেন ও সাইদ নুরসির আন্দোলনের পার্থক্য স্পষ্ট।
প্রথমত সাইদ নুরসির জীবন ছিল আমৃত্যু সংগ্রামী, বিলাসিতাহীন। তার কোন দেহরক্ষকও পর্যন্ত ছিল না। তিনি জেল থেকে বাঁচতে তুরস্ক পালান নি। অঢেল বার জালিমের কাছে কারাবরণ করেছেন। সকল জেলের ভিতরেই তৈরি করেছিলেন তার একনিষ্ঠ ভক্ত। তার বিপ্লবী জীবন শুরু হয়েছিলো যালিমের বিরোধীতা করে, তিনি কখনোও তাদের আর্থিক সহযোগিতা, উপঢৌকন নেন নি। কমিউনিটি অফ ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেস সরকারের জেলখানার জানালা দিয়ে কোর্ট মার্শালকৃত লাশগুলো ঝুলন্ত দেখে তিনি ঘাবড়ে যান নি। অফিসারকে বলেছিলেন যদি এক হাজার জীবন থাকতো তাহলে “শরিয়া” এর এক একটি অংশের জন্য জীবনগুলো কুরবান করে দিতাম। ১৬ কিন্তু গুলেন গ্রেফতার এড়াতে নিজদেশ তুরস্ক ছেড়ে অ্যামেরিকাতে রাজনৈতিক ভাবে আশ্রিত হয়ে কার্যত তাদের রাজনীতিক হাতিয়ারে পরিনত হয়েছেন।
সবচেয়ে বড় যে পার্থক্য সেটা ছিল, ওসমানীয় খিলাফাত ধ্বংসের পর সেকুলার ও নাস্তিক্য বাদী রাজত্বের জুলুমে যখন মানুষের প্রাণ যায় যায়, তখন মানবতার মুক্তির লক্ষে বদিউজ্জামান নুরসি সেকুলার বিরোধী ইসলামী আন্দোলনের সাহস করেছিলেন।
কিন্তু এই একবিংশ শতাব্দীর তুরস্কে নাজিমুদ্দিন এরবাকানের মতো আধুনিক ইসলামী প্রধানমন্ত্রীর বিরোধীতা করেও এক উদারপন্থী ইসলামী (!) আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন গুলেন।
References:
১. http://english.alarabiya.net/…/Turkey-s-relationship…
২. http://www.hudson.org/…/9864-the-gulen-movement-in…
৩. (The Gülen Movement: Building Social Cohesion Through Dialogue and Education
By Gürkan Çelik) https://books.google.com.bd/books?id=74NNy-ypzO0C&pg=PA49…
৪ . https://en.wikipedia.org/wiki/G%C3%BClen_movement
৫ . Salman Al-Ouda speaks on Hizmet Movement and Fethullah Gulen
https://www.youtube.com/watch?v=Nidy93FKcnM
৬ . Gulen Movement _Where Is The Money Coming From_ Answered By Dr. Ebaugh https://www.youtube.com/watch?v=ofUQhOUxl7g
৭ . from the magazine
Who Is Fethullah Gülen?
http://www.city-journal.org/…/who-fethullah-g%C3%BClen…
৮. 60 Minutes – CBS News: Fethullah Gulen advocates education,
৯. http://gulenschools.org/gulen-movement
১০ .
Women And Their Rights: Fethullah Gülen’s Gloss On Lady Mary Wortley Montagu And Her Eighteenth- Century “Embassy” To The Ottoman Empire Bernadette Andrea (page 7)
১১. Women And Their Rights: Fethullah Gülen’s Gloss On Lady Mary Wortley Montagu And Her Eighteenth- Century “Embassy” To The Ottoman Empire Bernadette Andrea
১২. Newroz Newspaper
http://www.newroz.com/…/fethullah-guelen-versus-said…
১৩. http://voices.washingtonpost.com/…/islamic_group_is_cia…
১৪. http://turkishinvitations.weebly.com/why-bill-clinton…
১৫. (The Gülen Movement: Building Social Cohesion Through Dialogue and Education
By Gürkan Çelik) https://books.google.com.bd/books?id=74NNy-ypzO0C&pg=PA49…
১৬. ইসলামী জাগরণের তিন পথিকৃৎ-একেএম নাজির আহমেদ
[নোটঃ পোষ্টে উল্লেখিত মতামত একান্তই ব্লগারের।কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামতের প্রতিফলন নয়।]